ভারতে চিকিৎসা শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে করোনা পজিটিভ নিয়ে দেশে ফিরেছে হাবিবুর রহমান (৬০) ও হাবিবুল্লাহ সোহান নামে (৩০) দুইজন পাসপোর্টযাত্রী। তাদের সঙ্গে থাকা এটেন্টডেন্স কামাল হোসেনের রিপোর্ট নেগেটিভ এসেছে। আজ বুধবার (৫ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে স্বাস্থ্য বিভাগ তাদের পরীক্ষা-নিরীক্ষা করলে করোনা পজিটিভ শনাক্ত হয়।
করোনা পজিটিভ দুজন ও তাদের সঙ্গে থাকা এটেন্টডেন্স কামাল হোসেনকে যশোর আইসোলেশনে ভর্তির জন্য বিশেষ ব্যবস্থায় বেনাপোল থেকে নিয়ে যাওয়া হয়েছে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রেডজোনে তাদের ভর্তি করা হবে।
সেখানে তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। ওসি মোহাম্মদ রাজু বলেন, দুজন ভারতে চিকিৎসা শেষে করোনা পজিটিভ নিয়ে দেশে ফিরেছেন। তাদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।