হামাসের হামলার জবাবে গাজায় নির্বিচার বোমা বর্ষণ করছে ইসরাইল। সেই হামলা থেকে রক্ষা পায়নি সেখানে জাতিসংঘ ভবনও। পাশের ভবনে চালানো হামলায় জাতিসংঘ ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির তালিকায় সংস্থাটির ১৮টি ভবন রয়েছে বলে জানানো হয়েছে।
আল জাজিরা জানিয়েছে, গাজায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউএনআরডব্লিউএ বলেছে, কাছাকাছি ভবনে বিমান হামলার কারণে তাদের সদর দপ্তরের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।
মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, গাজায় অবস্থিত জাতিসংঘের সকল আন্তর্জাতিক কর্মী একই কম্পাউন্ডের মধ্যে অন্য একটি ভবনে আশ্রয় নিচ্ছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইউএনআরডব্লিউএ এই ঘটনায় তাদের কোনো কর্মীর হতাহতের কথা বলেনি। তবে গত ৭ অক্টোবর থেকে সংস্থাটির দুইজন কর্মী এবং পাঁচজন ইউএনআরডব্লিউএ ছাত্র নিহত হয়েছেন।
ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গাজার অভ্যন্তরে বাস্তুচ্যুত হওয়া ১ লাখ ৮৭ হাজার ৫০০ জনের মধ্যে ১ লাখ ৩৭ হাজারের বেশি গাজাজুড়ে ইউএনআরডব্লিউএ-এর ৮০ টিরও বেশি স্কুলে আশ্রয় নিচ্ছে।
বিবৃতিতে বলা হয়েছে, বাস্তুচ্যুত বেসামরিক লোকদের আশ্রয় দেওয়া স্কুলসহ অন্তত ১৮টি ইউএনডব্লিউআরএ ভবন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।