ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানায় ‘শাস্তি নয় সংশোধন, বসে বসে জ্ঞানার্জন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘থানা হাজত পাঠাগার’ প্রতিষ্ঠা করা হয়েছে।

সম্প্রতি পীরগঞ্জ থানায় পাঠাগারটি উদ্বোধন করেছেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন। পীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে পাঠাগারটি শ’খানেক বই নিয়ে যাত্রা করেছে। তিন তাকে কাঠের ফ্রেমে স্বচ্ছ কাঁচ দিয়ে বইগুলো রাখা হয়েছে।

এ বিষয়ে এএসপি আহসান হাবিব বলেন, অপরাধী হয়ে আমরা কেউই জন্মাই না। পরিবেশ-পরিস্থিতির কারণে আমরা অনেক সময় ভুল করে বসি। হয়ে যাই মামলার আসামি। আবার কখনও সঠিক পথ প্রদর্শনের অভাবে অনেকে ভুল পথে পা বাড়াই। অপরাধ করার পর এমন অনেকে আছেন, যাদের আফসোসের সীমা থাকে না।

তিনি বলেন, ক্ষণিক ভুল বা ছোট অপরাধে প্রতিদিন কিছু মানুষ থানার হাজতে আটক থাকেন। তাদের মধ্যে বিভিন্ন বয়সের নানা শ্রেণি-পেশার মানুষ থাকেন। আটক থাকা অবস্থায় নিজেদের অপরাধী না ভেবে বরং শুধরে নেয়ার নতুন প্রতিজ্ঞা নিয়ে যেতে পারেন, সে লক্ষ্যে পীরগঞ্জ থানায় “থানা হাজত পাঠাগার” করা হয়েছে।

তিনি জানান, শ’খানেক বই নিয়ে এ পাঠাগারটি শুরু হয়েছে। ধীরে ধীরে বইয়ের সংখ্যা আরও বাড়ানো হবে।