টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের বিজয়ে উল্লাস প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে পোস্ট দেয়ায় থানায় মামলা করেছেন তারই স্বামী ঈষাণ মিয়া।

ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের। উল্লেখ্য, ২৪শে অক্টোবর ক্রিকেট বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে পরাজিত করে পাকিস্তান। উত্তর প্রদেশের রামপুর জেলার এসপি অঙ্কিত মিত্তাল বলেছেন, ভারতীয় ক্রিকেটকে নিয়ে মজা করার কারণে একটি মামলা করা হয়েছে।

এ বিষয়ে রামপুর জেলার গাঞ্জ পুলিশ স্টেশনে ওই মামলা করা হয়েছে। এতে আরো বলা হয়েছে, বিয়ের পর থেকেই ওই দম্পতি আলাদা বসবাস করা শুরু করেন। রাবিয়া তার নিজের পরিবারে বসবাস করেন। তিনি তার স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবির মামলা করেছেন। এ নিয়ে তদন্ত অব্যাহত আছে।