দীর্ঘ ছয় বছর পর প্রখ্যাত সাংবাদিক শফিক রেহমান গত ১৮ আগস্ট দুপুরে দেশে ফিরেছেন। আর ফিরেই সংগীতশিল্পী আসিফ আকবরকে বাসায় ডেকে নেন তিনি। তাদের সাক্ষাতের একটি ছবি সোমবার (১৯ আগস্ট) রাতে ফেসবুকে শেয়ার করেছেন শিল্পী আসিফ আকবর।
ক্যাপশনে লিখেছেন, শ্রদ্ধেয় শফিক রেহমান, খুশির খবর, বেগম খালেদা জিয়া জীবিত আছেন। তিনি স্বৈরাচারের পতন দেখতে পেরেছেন।
আসিফ আরও লিখেছেন, আলহামদুলিল্লাহ। আমরা এতেই আনন্দিত। ভালোবাসা অবিরাম।
সাক্ষাৎকালে আসিফ আকবর নিজের আত্মজীবনী গ্রন্থ ‘আকবর ফিফটি নট আউট’ সাংবাদিক শফিক রেহমানের হাতে তুলে দেন।
ভক্ত-অনুরাগীরা আসিফের এই পোস্টে নানা ধরনের মন্তব্য করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।