বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মেতেছে গোটা দুনিয়া। এই আসরের অন্যতম সফল দল ব্রাজিল। কাতার ফুটবল বিশ্বকাপে শেষ ম্যাচটি দুর্দান্ত খেলেছে। বলা যায়, দক্ষিণ কোরিয়াকে এক প্রকার উড়িয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি।
শুক্রবার (৯ ডিসেম্বর) সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে তারা। এই লড়াই শুরু হওয়ার আগেই উত্তাপ ছড়িয়েছেন ব্রাজিলিয়ান মডেল ডায়ান টোমাজন।
২৪ বছর বয়সী এই মডেল ঘোষণা দিয়েছেন, বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটি গোলের পরেই টপলেস হয়ে ছবি পোস্ট করবেন। বলেছেন, ‘প্রতিটি গোলের পরই ভক্তদের সঙ্গে টপলেস ছবি ভাগাভাগি করব।’
ডায়ান টোমাজন মনে করেন, এবারের বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার ব্রাজিল। তিতের দলের চ্যাম্পিয়ন হওয়ার সব সামর্থ্যই আছে। মাথা ঠান্ডা করে খেললে আগের দুই পর্বের মতো সামনের বাধাগুলোও টপকে যাবে তার দেশ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।