মেরুন শাড়িতে নতুন লুক দিয়ে ভক্তদের মাত করলেন পাকিস্তানের জনপ্রিয় তারকা মাহিরা খান। শুক্রবার ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে তিনি তার অনন্য সৌন্দর্য ও ফ্যাশন সেন্স তুলে ধরেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

 

বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে রাইস সিনেমায় অভিনয় করেন তিনি। এছাড়াও ‘হামসফর’, ‘সাদকে তুমহারে’ এবং ‘শেহর-এ-জাত’-এর মতো নাটকে অসাধারণ অভিনয়ের জন্য পরিচিত মাহিরা নিজের ফ্যাশন সচেতনতায় সবসময়ই আইকনিক। এবারও তার ব্যতিক্রম হয়নি। একটি মেরুন টিস্যু শাড়ি এবং ফুল-স্লিভ ব্লাউজে নজর কেড়েছেন মাহিরা।

লাস্যময়ী এই অভিনেত্রীর সাজগোজের মধ্যে ছিল-

ক্লাসিক পার্ল দুল,

চুলে বাঁধা গজরা,

সবুজ কাঁচের চুড়ি এবং

ম্যাচিং পটলি ব্যাগ।

বলিউড ফ্লেভার যোগ

মাহিরার শেয়ার করা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ছিল বলিউড সিনেমা ‘রাম লীলা’র জনপ্রিয় গান ‘লাল ইশক’।

ভিডিওতে তিনি দৃষ্টিনন্দন ভঙ্গিমায় পোজ দিচ্ছিলেন। যদিও এ সময় তাকে মজার ছলে বলতে শোনা যায়, ‘আমি এটা কোথাও পোস্ট করব না’।

তবে ভিডিওটি পোস্ট হওয়ার পরপরই রীতিমত ভাইরাল হয়ে যায়।

 

মাহিরা খান এর ক্যাপশনে মজার ছলে জানান যে, এই শাড়িটি তিনি দুই রাত ধরে পরেছিলেন। তার বন্ধুরা যখন একে ‘সাহস দেখানো’ বলে উল্লেখ করছিলেন, তখন তিনি তাদের হাসতে হাসতে উত্তর দিয়েছেন, ‘কে পরোয়া করে?’

এদিকে পাকিস্তানি অভিনেত্রীর ভক্তরা তার এই নতুন লুকে মুগ্ধ হয়ে পোস্টে মন্তব্যের বন্যা বইয়ে দিয়েছেন। কেউ বলেছেন, ‘অসাধারণ’। আবার কেউ প্রশংসা করেছেন তার সহজাত রূপের।

তবে মাহিরার এই নতুন লুক এবং তার ব্যক্তিত্বের জাদুতে আরও একবার প্রমাণিত হলো যে, মাহিরা খান সবসময় ফ্যাশন ও সৌন্দর্যে অন্যদের থেকে এগিয়ে। সূত্র: সামা টিভি