গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন শ্রীলংকান তারকা ধানুষকা গুনাথিলাকা।

কিন্তু তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন এক নারী। জোর করে গলা টিপে ধরার অভিযোগ করেন ওই নারী।

 

যে কারণে লংকান তারকাকে অস্ট্রেলিয়ার সিডনিতে আটকে রাখা হয়। শ্রীলংকা দল সেই সময় দেশে ফিরে এলেও তিনি ফিরতে পারেননি।

দীর্ঘ ১১ মাস অস্ট্রেলিয়ায় আটক থাকার পর সেই মামলার চার দিনের শুনানির পর গুণাথিলাকাকে নির্দোষ ঘোষণা করেন সিডনির আদালত। তিনি দেশে ফিরে এসেছেন। তার বিরুদ্ধে লংকান ক্রিকেট যে নিষেধাজ্ঞা দিয়েছিল সেটা তুলে নেওয়া হয়েছে।

শ্রীলংকান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘২০২২ সালের নভেম্বরে গুনাথিলাকার ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছিল; কিন্তু তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন এবং ৩ অক্টোবর দেশে ফিরে এসেছেন। তার ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো। জাতীয় দলের হয়ে খেলতে তার কোনো বাধা নেই।’