ফের ক্যারিয়ারে মনোযোগী হচ্ছেন ঢাকাই ছবির লাস্যময়ী নায়িকা পরীমণি। শোনা যাচ্ছে, শিগগিরই নতুন ছবিতে নাম লেখাবেন তিনি। এরই মাঝে ঈদ উপলক্ষ্যে একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন পরী। যেখানে বেশ হাস্যোজ্জ্বল মুখেই দেখা মিলেছে তার।
ঈদে অনুষ্ঠানটি প্রচারের আগেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে ১ মিনিটের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন এই নায়িকা। যে ভিডিওতে সাংবাদিক হওয়ার ইচ্ছা পোষণ করতে দেখা গেছে তাকে। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা সাজু খাদেম।
তিনি পরীকে জিজ্ঞেস করেন, এখন যদি আপনার পেশা পরিবর্তনের সুযোগ দেওয়া হয় তাহলে কোন পেশাটি বেছে নিবেন? এর জবাবে এই নায়িকা জানান, সাংবাদিকতা।
অনুষ্ঠানে এরকম অসংখ্য মজার মজার প্রশ্নের উত্তর দিতে দেখা যায় পরীকে। তিনি অন্য এক প্রশ্নের জবাবে আরও জানান, জীবনে প্রেমের থেকে ভুল বেশি করেছেন। উল্লেখ্য, একই অনুষ্ঠানে দেখা গেছে চিত্রনায়ক রোশান ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।