পারিবারিক সমস্যা সমাধানে একটি প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের অ্যাকাউন্টে সরকারের পক্ষ থেকে অর্থ সহায়তা দেওয়া হয় নিম্নআয়ের মানুষের জন্য। আর সহায়তার সেই অর্থ পেয়েই স্বামীদের ছেড়ে প্রেমিকদের হাত ধরে পালিয়ে নারী। ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা (পিএমএওয়াই) প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ অর্থ সহায়তা দেওয়া হয়। তবে এ প্রকল্পের সুবিধাভোগী হতে হলে পরিবারের নারী প্রধানকে ঘরের মালিক বা সহমালিক হওয়াটা বাধ্যতামূলক করে দিয়েছে কেন্দ্র।
এ প্রকল্পের আওতায় অর্থ সহায়তা পাওয়া ওই চার নারী টাকা পেয়েই সেটির অপব্যবহার করেছেন। তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে ৫০ হাজার রুপি করে ঢোকার পর নিজ নিজ স্বামীকে রেখে পালিয়ে যান তারা। এখন দুটি সমস্যার মুখোমুখি হয়েছেন পালিয়ে যাওয়া চার নারীর স্বামীরা। প্রথমত তারা আশঙ্কা করছেন, জেলা নগর উন্নয়ন সংস্থা (ডিইউডিএ) তাদের সতর্ক করবে। কেননা তারাও এখন ঘর নির্মাণ শুরু করেননি।
দ্বিতীয়ত কিস্তির টাকা পরিশোধের জন্য নোটিশ পাওয়ারও আশঙ্কা করছেন তারা। এ জন্য তাদের স্ত্রীদের অ্যাকাউন্টে কিস্তির টাকা আর না পাঠাতে ডিইউডিএর কর্মকর্তাদের কাছে অনুরোধ করেছেন ওই চার নারীর স্বামী। ঘর নির্মাণের জন্য ডিইউডিএ নোটিশ পাঠানোর পর পুরো বিষয়টি সামনে আসে।
ডিইউডিএ প্রকল্প কর্মকর্তা সৌরভ ত্রিপাঠি বলেন, স্বামীদের তাদের স্ত্রীদের রাজি করিয়ে বাড়িতে নিয়ে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কারণ এটি সরকারি অর্থ, এটির অপব্যবহার করা উচিত নয়। যদি তা হয়, তা হলে বিভাগ যথাযথ ব্যবস্থা নেবে।
আন্তর্জাতিকভারত
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।