দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন গ্রেফতারের পর থেকেই আলোচনা শুরু। অবশেষে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন তেলেঙ্গানা হাইকোর্ট। এ দক্ষিণী অভিনেতা জামিনে বেরিয়ে আসায় বিস্ফোরক মন্তব্য করেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি বলেছেন, বড়মাপের মানুষ হলেই দায় এড়ানো যায় না। যা ঘটেছে, তা খুবই দুঃখজনক। কিন্তু এ ঘটনায় প্রত্যেকেরই দায়বদ্ধতা রয়েছে।

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, বাড়ির শয়নকক্ষ থেকে গ্রেফতার করা হয়েছিল আল্লু অর্জুনকে। হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২: দ্য রুল’-এর প্রিমিয়ারে উপচে পড়েছিল মানুষের ঢল। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারীর। এ ঘটনায় অভিযোগ দায়ের হয় এ অভিনেতার বিরুদ্ধে। এর পর গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) গ্রেফতার করা হয় দক্ষিণী তারকাকে। তবে কিছুক্ষণের মধ্যেই আল্লুকে অন্তর্বর্তী জামিন দেন তেলেঙ্গানা হাইকোর্ট। এবার সেই ঘটনায় অভিনেতাকে জামিন দেওয়ায় একহাত নিলেন কঙ্গনা রানাউত।

কঙ্গনা বলেন,  বিষয়টি খুবই দুঃখজনক। আমি নিজে আল্লু অর্জুনজির বড় সমর্থক। কিন্তু এটিও বলব— কিছু ক্ষেত্রে আপনার দৃষ্টান্ত তৈরি করা উচিত। তিনি জামিন পেয়েছেন ঠিকই। কিন্তু উচ্চস্তরের মানুষ বলেই কোনো ফল ভোগ করতে হবে না— এমন যেন না হয়। মানুষের জীবনের দাম দেওয়া যায় না।

অভিনেত্রী বলেন, সমাজে যাদের প্রভাব রয়েছে, তাদের চলার পথে আরও সতর্ক থাকা উচিত। ধূমপানের বিজ্ঞাপন হোক বা প্রেক্ষাগৃহে উপচেপড়া ভিড়ের ঘটনা— তা কোনোভাবেই কেউ দায় এড়িয়ে যেতে পারেন না। তিনি বলেন, প্রেক্ষাগৃহে ওরা উপস্থিত ছিলেন। তাই প্রত্যেকেরই দায়বদ্ধতা রয়েছে।

উল্লেখ্য, আল্লু অর্জুনকে শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে তার বাড়ি থেকে গ্রেফতার করে হায়দরাবাদ পুলিশ। আল্লুসহ মোট সাতজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। শুক্রবার অভিনেতার পাশাপাশি আরও দুজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন সন্ধ্যা সিনেমা হলের কর্ণধারও। বাকি অভিযুক্তদেরও অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট।