পাত্রপক্ষের লোকদের খাবারে খাশির মাংস না দেওয়ায় বিয়ের আসর ছেড়ে চলে গেছেন বর।

রাগের মাথায় একদিনের মধ্যেই অন্য পাত্রীকে বিয়ে করেছেন তিনি। ভারতের উড়িষ্যায় সম্প্রতি এ ঘটনা ঘটেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জানা গেছে, উড়িষ্যার ওই পাত্রের নাম রমা কান্ত।

২৭ বছরের রমাকান্ত বরযাত্রীদের পাতে খাসির মাংস দেখতে না পেয়ে ক্ষেপে যান। এ নিয়ে বিয়ে বাড়িতেই ঝামেলা শুরু করে দেন তিনি।

এক পর্যায়ে রাগে অনুষ্ঠান শুরুর আগেই বিয়ে ভেঙে দেন।

জানা গেছে, খাবার খেতে বসে বরযাত্রীদের খাসির মাংস দেওয়ার বায়না ধরেন রমাকান্ত। কিন্তু প্রস্তুত ছিলেন না কনের বাড়ির লোকজন। ফলে বরযাত্রীদের চাওয়া অনুযায়ী তারা খাসির মাংস দিতে পারেননি।

এতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসে বরযাত্রী। পরে ওই দিনই অন্য এক মেয়েকে বিয়ে করে ফেলেন রমাকান্ত। এরপর কনেসহ নিজের বাড়িতে ফিরে যান। সূত্র: ইন্ডিয়া টুডে