চট্টগ্রামে আদালতের এজলাস কক্ষে ঢুকে বিচারকের সামনে গিয়ে ‘আমার কিছু কথা আছে’ বলে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক। সোমবার (১১ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালতে এ ঘটনা ঘটে। এ সময় আদালতে বিচার কাজ চলছিল।
এ ঘটনায় সন্ধ্যায় কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। আদালতের পেশকার হারুনুর রশিদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেন সিএমপির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট লকারের পরিদর্শক আতিকুর রহমান। তিনি বলেন, ‘ওই যুবকের নাম জাফর। তিনি নগরীর সদরঘাট থানা এলাকার বাসিন্দা।’
জানা গেছে, আদালত চলাকালে হঠাৎ প্রবেশ করে একেবারে এজলাসের কাছাকাছি চলে যান ওই যুবক। তাৎক্ষণিক পকেট থেকে ছুরি বের করে নিজের গলায় ধরেন তিনি। বিচারককে বলতে থাকেন, ‘আমার কিছু কথা আছে।’ বিচারক বলেন, ‘তোমার কী কথা বলো?’ তখন ছুরি নিয়ে নিজের গলায় টান দেন জাফর। এতে গলায় একটু দাগ হলেও আঘাত বেশি লাগেনি। পরে আদালতে থাকা পুলিশ তাকে আটক করে হেফাজতে নেয়।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, আদালতের ভেতর আত্মহত্যা চেষ্টার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আদালতের পেশকার এ মামলা দায়ের করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।