![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/01/khicri.jpg)
চোরেরাও মানুষ, তাদেরও খিদে লাগে। তাই চুরি করতে গিয়ে গৃহস্থ্যের বাড়িতে চোরের এটা-সেটা খাওয়ার ঘটনা বিরল নয়। কিন্তু কোনো ক্ষুধার্থ চোর যদি চুরি করতে গিয়ে রীতিমতো রেঁধে-বেড়ে খেতে বসেন তাহলে সেটা অবাক করার মতো বিষয় বৈকি।
এমন একটি ঘটনা ঘটেছে ভারতের আসামে। স্থানীয় গণমাধ্যম এনডিটিভি বুধবার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। আসাম পুলিশ টুইটারে এই ঘটনা শেয়ার করেছে। টুইটার পোস্টে আসাম পুলিশ মজার ছলে লিখেছে, স্বাস্থ্যের জন্য অনেক ভালো দিক থাকার পরও চুরি করতে গিয়ে খিচুড়ি রান্না করা ভালো থাকার জন্য ক্ষতিকর হতে পারে।
এক চোরকে এ রকম সময়ই গ্রেফতার করা হয়েছে এবং গোয়াহাটি পুলিশ তাকে গরম গরম খাবার পরিবেশন করেছে। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, ওই চোর গুয়াহাটি হেংরাবাড়ি এলাকার একটি বাড়িতে চুরি করতে ঢোকে।
বাড়ির সদস্যরা সে সময় বাড়িতে ছিলেন না। বাড়িতে কেউ না থাকার পরও রান্নাঘর থেকে বাসনকোসনের শব্দ হওয়ায় প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা এসে চোরকে খিচুড়ি রান্নার সময় হাতেনাতে ধরে পুলিশে দেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।