রাজধানী ঢাকার যানজট এক অবিচ্ছেদ্য ভোগান্তির নাম। সড়কে নানা পরিকল্পনার পরিবর্তন, ফ্লাইওভার নির্মাণসহ বহুমুখী প্রচেষ্টার পরও জনভোগান্তি রয়ে গেছে আগের মতোই। তবে বিরক্তিকর এই যানজট উপভোগ্য না হলেও এর থেকে মুক্তির উপায় না পেয়ে বাস, সিএনজি ও বিভিন্ন গাড়ির যাত্রীরা বই পড়ে, গান শুনে বা মুভি দেখেন। অনেকে ফেসবুকিং বা গেমিংয়ে মনোযোগী হন।
বিভিন্ন সময় এই যানজট খবরের শিরোনামে আসলেও এবার ভিন্নভাবে তুলে ধরলেন এক দল তরুণ। যানজটে পড়ে সময় কাটাতে রাস্তায় ব্যাট-বল নিয়ে নেমে পড়লেন তারা। খেললেন ক্রিকেট।
ক্রিকেটের প্রতি বাংলাদেশি তরুণদের এই প্রেম হৃদয়ে গেঁথেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর। আন্তর্জাতিক গণমাধ্যমটি তরুণদের সেই খেলা আপলোড করেছে।
বুধবার (৯ মার্চ) রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের সামনে আটকে থাকা যানজটের মধ্যেই ফাঁকা জায়গা পেয়ে ক্রিকেট নিয়ে মেতে উঠেন কয়েকজন তরুণ।
তাদের ব্যাটিং-বোলিং উপভোগ করছিলেন জ্যামে আটকেপড়া বিভিন্ন পরিবহণের যাত্রীরা। ক্রিকেট খেলার সেই মজাদার মুহূর্তের একটি ভিডিও করেন মিরাজ মাহবুব নামে একজন। সেই ভিডিওটি ক্রিকইনফোর কাছে পাঠিয়েও দেন তিনি।
ক্রিকেটের জনপ্রিয় সাইটটিও সেই ভিডিও তাদের ফেসবুক এবং টুইটারে প্রকাশ করেছে।
ক্যাপশনে লিখেছে- ‘নিশ্চিত ঢাকার মানুষ জানে ট্রাফিক জ্যামে আটকে থাকা সময়টাকে কীভাবে কাজে লাগাতে হয়।’
পোস্টের পর ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে। ১৫ ঘণ্টার মধ্যে রিয়েক্ট জমা পড়েছে ৬১ হাজারের বেশি, তিন হাজারের বেশি মন্তব্যের পাশাপাশি ভিডিওটি ইতোমধ্যে ১০ হাজারের বেশি নেটিজেন শেয়ার করেছেন।
মন্তব্যের ঘরে অনেকেই মজা করে লিখেছেন, যানজট ও ক্রিকেট ঢাকাবাসীর জীবনের অবিচ্ছেদ্য অংশ।
কেউ কেউ লিখেছেন, ক্রিকেট ও যানজট নিয়ে আমরা গর্ববোধ করি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।