মোঃ সেলিম রেজা,কেশবপুর প্রতিনিধি: কেশবপুরের বর্তমান সর্বকনিষ্ঠ সংসদ সদস্য আজিজুল ইসলাম আজ সংসদ অধিবেশনে সিএনজিতে চড়ে সংসদ ভবনে প্রবেশ করেন। একজন সংসদ সদস্য হয়ে সিএনজিতে করে সংসদ ভবনে প্রবেশ করাতে গণমাধ্যম কর্মীরা হতভম্ব হয়ে যায়।
কেশবপুরের বর্তমান সংসদ সদস্য আজিজুল ইসলাম অতি সাধারণ ঘরের একজন ছেলে, সাধারণভাবে জীবন-যাপন করতেন। কেশবপুরের সাধারণ মানুষ জন আজিজুল ইসলামকে ভালোবেসে ভোটের মাধ্যমে কেশবপুরের সংসদ সদস্য নির্বাচিত করেন।
আমরা দেখেছি আজিজুল ইসলাম যখন সাধারণ মানুষের কাছে ভোট চাইতে গিয়েছেন তখন সাধারণ মানুষ তাকে আপন করে বুকে জড়িয়ে ধরেছে এবং কান্নাকাটি করতেও দেখেছি। নির্বাচনের তফসিল ঘোষণা করবার অনেক আগে থেকেই আজিজুল ইসলাম মানুষের সাথে ঘন সংযোগ করেন। যখন কাক ডাকা ভোরে কেশবপুরের মানুষ ঘুমিয়ে রয়েছে তখন ও আমি দেখেছি একটি মোটর সাইকেলের পিছনে চড়ে মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন।
সর্বকনিষ্ঠ সংসদ সদস্য আজিজুল ইসলাম কেশবপুরের তরুণ সমাজ কে সাথে নিয়ে কেশবপুর গড়বার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।