বিয়ের আগে পাত্র-পাত্রীর রাশি মিলিয়ে নেয়ার রীতি বহু পরিবারই মেনে চলে। তবে হবু জামাই সন্তানের পিতা হতে পারবে কি না, তা নিয়ে বোধ হয় কোনো মেয়ের মা-বাবার কৌতূহল নেই।
তবে সম্প্রতি পশ্চিমবঙ্গের কলকাতায় এমনই এক ঘটনা ঘটেছে বলে দাবি এক চিকিৎসকের। ইন্দ্রনীল সাহা নামে ওই চিকিৎসক জানান, তার সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি হওয়ার আগে হবু জামাইয়ের বীর্য পরীক্ষার রিপোর্ট দেখতে চেয়েছেন পাত্রীর বাবা।
এ আবদার নিয়ে ওই চিকিৎসকের দ্বারস্থ হয়েছিলেন সেই ব্যক্তি। ভাইরাল ওই পোস্টে ইন্দ্রনীলের আরও দাবি, প্রথমে হতবাক হয়ে গেলেও শনিবার ওই পাত্রের বীর্য পরীক্ষা করানো হয়েছে। স্বাভাবিক ভাবেই ওই পাত্র-পাত্রীর বা তাদের পরিবারের নাম-পরিচয় গোপন রেখেছেন তিনি।
তবে ফেসবুকের পাতায় তা নিয়ে দু’চার কথা লিখতে ছাড়েননি। এমন অভিজ্ঞতা যে তার কর্মজীবনে এই প্রথম, তা-ও জানিয়েছেন ইন্দ্রনীল। তিনি লেখেন, ‘মেয়ের বাবা ছেলের বীর্য পরীক্ষার রিপোর্ট দেখতে চেয়েছেন। এমনও অভিজ্ঞতা হল প্রথম। সেটা নয় সহজে পাওয়া যাবে। কিন্ত, এবার যদি জানতে চান হবু জামাই সহবাসে সক্ষম কি না? আরও কত কী যে দেখতে শুনতে হবে, কে জানে!’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।