‘মিস্টার বিন’ খ্যাত ব্রিটিশ অভিনেতা রোয়ান অ্যাটকিনসনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। দাবি করা হচ্ছে, গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন তিনি।

প্রায় প্রতি বছরই একবার করে মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে তার। মঙ্গলবার (২৩ মঙ্গলবার) আরও একবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে গুজব। রোয়ান অ্যাটকিনসনের মৃত্যুর খবর প্রথম ছড়ায় ফক্স নিউজ নামে একটি টুইটার হ্যান্ডল থেকে।

সেখানে বলা হয়েছে, ‘মিস্টার বিন মাত্র ৫৮ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন’। যাচাই না করেই মানুষ তা শেয়ার করতে থাকে সামাজিক মাধ্যমে। দ্রুত ছড়িয়ে পড়ে গুজব। তবে এবার খুব সহজেই ধরা পড়েছে ভুয়ো খবরের সত্যতা।

কারণ, ২০১৭ সালেও একই খবর ছড়িয়ে পড়েছিল। ব্রিটিশ অভিনেতা রোয়ান অ্যাটকিনসনের প্রকৃত বয়স ৬৬ বছর এবং তিনি জীবিত রয়েছেন। ২০১৬ সালেও অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়েছিল।

‘আরআইপি রোয়ান অ্যাটকিনসন’ নামের একটি ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছিল যে, ‘মিস্টার বিন’কে তার বাড়ির সামনে থেকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে।