![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/12/8a71dfe8-9ecc-4f71-ac76-a45d65437709_nn.jpg)
৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপের খরা ঘোচালো লিওনেল মেসি। এমনকি ক্যারিয়ারের শেষের দিকে এসে প্রথম বিশ্বকাপ জিতলেন তিনি।
এখন মেসিদের প্রশংসায় সারাবিশ্ব। এরই মধ্যে বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের কংগ্রেসের সংসদ সদস্য আব্দুল খালেক।
বিশ্বকাপ জয়ে পর সোমবার (১৯ ডিসেম্বর) টুইটারে মেসিকে অভিনন্দন জানাতে গিয়ে তিনি লিখেছেন, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসির জন্ম ভারতের আসামে। পরে অবশ্য এই টুইটটি সরিয়ে নেন তিনি।
![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/12/bf57052c-414d-45f6-b8e0-37a44ddfd457_nn.jpg)
টুইটে মেসির একটি ছবি পোস্ট করার কংগ্রেসের সংসদ সদস্য আবদুল খালে লিখেছেন, হৃদয়ের অন্তস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি, মেসি। আসামের সঙ্গে তোমার যোগসূত্রের জন্য আমরা গর্বিত।
তার এই টুইটের পর পাল্টা এক টুইটে আদিত্য শর্মা প্রশ্ন রাখেন, মেসির সঙ্গে আসামের সম্পর্ক কি এবং কিভাবে? এর জবাবে ওই সংসদ সদস্য বলেন, অবশ্যই, মেসি আসামে জন্মগ্রহণ করেছেন। কংগ্রেসের এই সংসদ সদস্যের টুইটের পর চারদিকে তুমুল শোরগোল শুরু হয়ে যায়।
পরে তিনি তার টুইটটি ডিলিট করে দেন। তিনি টুইটার থেকে ডিলিট করে দিলেও ততক্ষণে তার পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।