ফেসবুকের বিভিন্ন সেবার পাশাপাশি হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম বৃহস্পতিবার কিছু সময়ের জন্য বন্ধ ছিল। এতে লক্ষাধিক ব্যবহারকারী এ প্লাটফর্মে ঢুকতে পারেননি।

ডাউন ডিটেক্টর ডটকমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানায়। পাশাপাশি ফেসবুকের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়।

বৃহস্পতিবার ১ লাখ ১২ হাজার ফেসবুক ব্যবহারকারী, ১ লাখ ১ হাজার ইনস্টাগ্রাম ব্যবহারকারী ও ৫১৬ জন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী সমস্যার কথা তুলে ধরেন। তবে ফেসবুকের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে এক টুইট বার্তায় ফেসবুক জানায়, কনফিগারেশন পরিবর্তনের কারণে তাদের সেবা বন্ধ হয়ে গিয়েছিল। এতে কিছু মানুষ সেবা থেকে বঞ্চিত হয়। তারপর থেকে আমরা দ্রুত তদন্ত করে সমস্যাটি সমাধান করেছি।

messenger sharing button
twitter sharing button
pinterest sharing button
linkedin sharing button