শিশুর কামড়ে একটি বিষধর সাপের বাচ্চা মারা গেছে। মৃত সাপসহ শিশুটিকে নেওয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। হাসপাতালের শিশু ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখার পর শিশুটিকে দুপুরে নিজ বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার উজলপুর গ্রামের বিলপাড়ায় এ ঘটনা ঘটে।চুয়াডাঙ্গা সদর উপজেলার উজলপুর গ্রামের বিলপাড়ার রিয়াজুল ইসলামের এক বছর বয়সের শিশু জান্নাতুল ফেরদৌস।

জান্নাতুলের মা শিলা খাতুন বলেন, মঙ্গলবার সকালে চাচাতো ভাই কাউসারের সাথে নিজ ঘরে মধ্যে খেলা করছিল জান্নাতুল। দুই শিশুই খেলতে খেলতে খাটের নিচে চলে যায়। এক পর্যায়ে মেঝেতে থাকা একটি গোখরা সাপের বাচ্চাকে হাত দিয়ে ধরে মুখে নিয়ে দুই জায়গায় কামড় দেয়। হাতে ধরে সাপের বাচ্চাসহ খাটের নিচ থেকে বাইরে বের হয়ে আসে শিশু জান্নাতুল।

পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।মারা যাওয়া সাপের বাচ্চাটি হাসপাতালে নিয়ে আসে তারা। শিশুটিকে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখার কয়েক ঘন্টা পর বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু কনসালটেন্ট ডা. মাহবুবুর রহমান মিলন বলেন,শিশুটি না বুঝে মুখে নিয়ে সাপটিকে কামড় দেয়। শিশুটির কোন সমস্যা না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে।