পিএইচডি ডিগ্রি ড. নজরুল ইসলাম চাকরি করতেন উচ্চ বেতনে। সেই চাকরি ছেড়ে শুরু করেন মুক্তা চাষ। ঝিনুকের বুকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, নানা আকৃতির গহনা, কানের দুল, লকেট, আংটি, ব্যাজ, বাটনসহ নানা অলংকার তৈরি করে বিক্রি করছেন নজরুল।
চাকরি ছেড়ে মুক্তা চাষ করে এখন সফল কৃষি উদ্যোক্তা ঝিনাইদহের ড. নজরুল ইসলাম। ড. নজরুল ইসলাম ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার শিবনগর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ফিশারিজ বিষয়ে মাত্র তিন বছরের মধ্যেই পিএইচডি ডিগ্রি লাভ করেন। তারপর তিনি উচ্চশিক্ষার জন্য জাপানে পাড়ি জমান।
গবেষণা করেন সামুদ্রিক প্রবালের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে। তিনি জাপানের সিজুওকা ইউনিভার্সিটি থেকে ডক্টর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। লেখাপড়া শেষে দেশে ফিরে যোগ দেন জাপানের আন্তর্জাতিক সংস্থা জাইকা’তে।
মহামারি করোনার কারণে চাকরি ছেড়ে গ্রামে ফিরে ৩ দশমিক ৩ একর জমিতে গড়ে তোলেন ‘রাইয়ান জৈব-কৃষি’ প্রকল্প। বর্তমানে তিনি ১০ বিঘা জমিতে করছেন চাষাবাদ। দুই পুকুরের একটিতে মাছ আর অন্যটিতে মুক্তা চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন ড. নজরুল ইসলাম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।