অন্তঃসত্ত্বা অবস্থাতেই ‘সিংঘম’-এর শুটিং করেছেন দীপিকা। এবার অসুস্থ শরীর নিয়ে লোকসভা নির্বাচনে বর রণবীরের হাত ধরে মুম্বাইতে ভোট দিতে দেখা গেল তারকা দম্পতিকে।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে সাদা ওভার সাইজ শার্ট আর ঢিলে-ঢালা পোশাকে স্পষ্ট দেখা যাচ্ছে দীপিকার বেবিবাম্প।
সেখানে এক ভক্ত লিখেছেন- ‘কোথায় গেল সেইসব লোকজন যারা বলছিল দীপিকা নাকি নিজে প্রেগন্যান্ট নয়’।
আরেকজন লিখেন- ‘আদর্শ দম্পতি, কারো নজর না লাগে’। ভোট দিয়ে বের হওয়ার সময় নিজের বেবিবাম্পে আলতো করে হাত রাখতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
রণবীর বরাবরই দীপিকার সবচেয়ে বড় চিয়ার লিডার। বউয়ের রূপে নয়, তার সাফল্যেও মুগ্ধ থাকেন রণবীর। দীপিকাকে মিসেস রাণবীর সিং বলায় স্বচ্ছন্দ নন তিনি, বরং নিজেকে মিস্টার দীপিকা পাড়ুকোন বলে থাকেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।