কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর নতুন হাট এলাকার আকবর আলীর স্ত্রী ফয়েরজান। তার মোবাইলে জিনের বাদশা পরিচয় দিয়ে এক ব্যক্তি প্রায়ই ফোন দিতে থাকেন। স্বামী-সন্তান মৃত্যুবরণ করবে- এমন ভয় দেখিয়ে এবং গায়েবী সম্পদ বা গুপ্তধন পাইয়ে দেয়ার প্রলোভনে বিকাশের মাধ্যমে বেশ কিছু টাকাও হাতিয়ে নেয় কথিত ওই জিনের বাদশা।

সম্প্রতি ফয়েরজানকে গায়েবী সম্পদ দেয়ার লোভ দেখিয়ে সোনার আবরণে ঢাকা একটি পিতলের নকল মূর্তি দিতে চর ভূরুঙ্গামারীতে হাজির হয় জিনের বাদশা। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে ফয়েরজানের বাড়ির আশপাশে ঘুরাঘুরি করতে দেখা যায় তাকে। তার আচরণে সন্দেহ হলে গ্রাম পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিষয়টি স্বীকার করেন।

এসময় জিনের বাদশার কাছ থেকে একটি নকল সোনার পুতুল উদ্ধার করা হয়। প্রথমে তাকে স্থানীয় ইউপি অফিসে নিয়ে যাওয়া হয়। পরে খবর পেয়ে ইউপি অফিসে গিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মঙ্গলবার রাতেই তাকে গ্রেফতার করে থানায় আনা হয়।