যৌতুকের মোটরসাইকেল না পেয়ে বিয়ের আসর থেকে পালিয়েছেন এক বর! ভারতের উত্তরপ্রদেশের বরাবাঁকীতে ঘটেছে এই ঘটনা। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বরের এমন কাণ্ডে কান্নায় ভেঙে পড়েন কনে। তিনি হুমকি দিয়েছেন, বিয়ে না হলে আত্মহত্যা করবেন।
দেশটির পুলিশ জানিয়েছে, গত ২ ডিসেম্বর বিয়ের অনুষ্ঠান ছিল। পাত্রপক্ষও এসে হাজির হয়। কিন্তু বিয়ের অনুষ্ঠানের পর্ব আসতেই ঝামেলা বাধে। যৌতুকে মোটরসাইকেল কেন দেয়া হয়নি, এই দাবি তুলে বিয়ে করবেন না বলে বেঁকে বসেন বর।
শেষমেশ বিয়ে না সেরেই বিয়ের আসর ছেড়ে অতিথিদের নিয়ে চলে যান তিনি। জানা যায়, কনের বাড়ি রাজ্যের জহাঙ্গিরাবাদে। আর বর অযোধ্যার। ‘তিলক’ অনুষ্ঠান শেষে বর এবং কনেপক্ষের মধ্যে যৌতুক নিয়ে বচসা শুরু হয়ে যায়।
বরপক্ষের দাবি, তাদের ছেলেকে মোটরসাইকেল দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন পাত্রীর বাবা। কিন্তু সেই কথা রাখেননি। কিন্তু কনে পক্ষের দাবি, তাদের আর্থিক অবস্থা ভালো নয়। আর এমন কোনো প্রতিশ্রুতিও দেয়া হয়নি। ফলে টানাপড়েন শুরু হয় দু’পক্ষের মধ্যে। তার পরই বিয়ের মণ্ডপ ছাড়েন বর।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।