ম্যাজিকেল নাইট ২.০’ কনসার্টের মঞ্চে দর্শকদের গান শোনাতে শুক্রবার (২৯ নভেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে স্টেজে ওঠেন জনপ্রিয় সংগীত তারকা আতিফ আসলাম।

টানা তিন ঘণ্টা ননস্টপ পারফর্ম করে দর্শকদের মাতিয়ে রাখেন তিনি। লাখো মানুষের ভিড় জমে যায় প্রিয় গায়ককে এক নজর দেখার জন্য।

বাংলাদেশকে আতিফ কতটা পছন্দ করেন, সেটা অনেকবার নিজের মন্তব্যেই প্রকাশ করেছেন। এবারও স্টেজে উঠেই জানালেন, ‘বাংলাদেশ তার দ্বিতীয় বাড়ি।’

শুক্রবার রাতে স্টেজে ওঠার আগে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে ছিলেন আতিফ আসলাম। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় তিনি বাংলাদেশে পা রেখেছিলেন।

এরপর শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে হোটেলের পাশ্ববর্তী খিলক্ষেতের একটি মসজিদে গিয়ে জায়গা না পেয়ে আতিফ ইসলাম রাস্তায় বসে সাধারণ মানুষের কাতারে নামাজ আদায় করেছেন। কালো পোশাকে তার মুখে মাস্ক দিয়ে ঢাকা ছিল। আতিফ আসলামের এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছবিটির সত্যতা নিশ্চিত করেছে ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টের আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনে জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে স্মরণ করে একটি বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়, যা দর্শকদের মধ্যে গভীর আবেগ জাগিয়েছে। আর আতিফ আসলাম নিজে মাইকে বলেছিলেন, ‘এই রাতটি সত্যিই ম্যাজিকাল।’

কনসার্ট নিয়ে নানা অভিযোগ উঠলেও বিদ্যুৎ সংযোগ নিয়ে তারা বলেন, ‘কনসার্টে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবরটি সত্য নয়। তবে মাঝখানে কয়েক মিনিটের জন্য সাউন্ড সংযোগে সামান্য ত্রুটি হয়েছিল।’

‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে আতিফ একে একে গেয়েছেন ‘তেরা হুনে লাগা হুন’, ‘জিনা জিনা’, ‘দিল দিয়া গাল্লা’,’ম্যায় তেনু সামজাওয়ান কি’, ‘সো জানে দো’, ‘ও রে প্রিয়া’,’মেরে পিয়া ঘার আয়া’সহ আরও জনপ্রিয় গান।