ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমির বাগদাদের বাসভবনে ড্রোন হামলা চালানো হয়েছে। ড্রোনটি বিস্ফোরকে ভর্তি ছিল।

আল-জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার ভোরে ইরাকের প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশ্যে ওই হামলা করা হয়।

তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। প্রতিবেদনে বলা হয়, ওই হামলায় মুস্তাফা আল-কাদিমির ব্যক্তিগত দেহরক্ষী দলের কয়েকজন আহত হয়েছেন।

অক্টোবরে ইরাকে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের ফলাফল ঘিরে বাগদাদে সহিংস বিক্ষোভের পরই এমন হামলা হলো।