আফগানিস্তানের সেনাপ্রধান ওয়ালি মোহাম্মাদ আহমাদজাইকে বরখাস্ত করা হয়েছে। জেনারেল হেবাতুল্লাহ আলীজাইকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। বিবিসি সূত্রে এতথ্য জানা যায়। 

জেনারেল আলীজাই এতদিন আফগান বিশেষ বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। ওই পদে সেনাবাহিনীর ২১৫ নম্বর ডিভিশনের কমান্ডার সামি সাদাতকে নিয়োগ দেয়া হয়েছে।

তালেবান আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করার পর দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হওয়ার পর জেনারেল আহমাদজাইকে সরিয়ে দেয়া হলো।

প্রেসিডেন্ট আশরাফ গনি মাত্র দুই মাস আগে জেনারেল আহমাদজাইকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। এমন এক সময় জেনারেল আলীজাইকে সরিয়ে দেয়া হলো যখন তালেবানরা দ্রুত আফগানিস্তানের বিভিন্ন অঞ্চল দখল করে নিচ্ছে। গত কয়েকদিনে তারা দেশটির ৩৪ প্রদেশের মধ্যে অন্তত ৯টির নিয়ন্ত্রণ নিয়েছে।

সাম্প্রতিক সময়ে যুদ্ধ তীব্রতর হওয়ার পর সেনাপ্রধানকে কোনো ফ্রন্ট পরিদর্শন করতে দেখা যায়নি। কয়েকদিন আগে একাধিক আফগান সংসদ সদস্য তাকে অযোগ্য ঘোষণা করে তাকে সরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছিলেন।

এদিকে তালেবান যোদ্ধারা আগামী ৩০ দিনের মধ্যে রাজধানী কাবুল বিচ্ছিন্ন করতে পারে এবং সম্ভবত ৯০ দিনের মধ্যে তারা অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়ে নেবে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে এ আশঙ্কা করেছেন মার্কিন এক প্রতিরক্ষা কর্মকর্তা। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে তালেবানকে হঠাতে তিন ধাপের পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল আবদুস সাত্তার, আল-জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান। এতে দেশটির প্রধান মহাসড়ক, বড় বড় শহর ও সীমান্ত এলাকাগুলোতে নিরাপত্তা বাড়ানোর কথা জানান তিনি। এ পর্যন্ত ৩৪টি প্রদেশিক রাজধানীর ৯টিই তালেবানের দখলে চলে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সর্বশেষ তালেবান যোদ্ধারা গজনি শহরে প্রবেশ করে ফেলেছে, সেখানে তীব্র লড়াই চলছে।