কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত। দেশটিতে সংক্রমণ মাঝখানে কমে আবারও বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় ৫০ হাজার ৪০ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। আর মৃত্যু হয়েছে ১২৫৮ জনের। রোববার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন দেশটির প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি। খবরে বলা হয়েছে, নতুন অর্ধলক্ষাধিক সংক্রমণ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ২ লাখ ৩৩ হাজার ১৮৩ জনে। আর মৃত্যু বেড়ে দাঁড়ালো ৩ লাখ ৯৫ হাজার ৭৫১ জনে। করোনা রোগীদের সুস্থ হওয়ার হার বেড়ে ৯৬ দশমিক ৭৫ শতাংশ হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৯২ লাখ ৫১ হাজার ২৯ জন। ভারতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৫ লাখ ৮৬ হাজার ৪০৩ জন। শনিবার ১ হাজার ১৮৩ জনের মৃত্যুর কথা জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয়। আর ওইদন শনাক্ত হয়েছেন ৪৮ হাজার ৬৯৮ জন।

করোনার সবশেষ পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যমতে, রোববার বেলা সোয়া ১১ টা পর্যন্ত বিশ্বে করোনায় মারা গেছেন ৩৯ লাখ ৩২ হাজার ৯৫২ জন। আর আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ১৫ লাখ ৫৬ হাজার ৪১৯ জন।