গ্লাসগোতে চলমান কপ-২৬ শীর্ষ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ জলবায়ু পরিবর্তনে বিশ্বনেতাদের সাবধান করে বলেছেন, আমরা নিজেরাই আমাদের কবর খুঁড়ছি।

গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমানোর জরুরি পদক্ষেপ নিতে তিনি বলেন, ফসিল জ্বালানির প্রতি আসক্তি মানবতাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। ফসিল জ্বালানির ব্যবহার নিয়ে গুতেরাঁ আরো বলেন, হয়তো আমাদেরকে এটা বন্ধ করতে হবে, না হয় এটাই আমাদেরকে থামিয়ে দেবে। এখন সময় এসেছে এটা বলার যে, যথেষ্ট হয়েছে।

কার্বন দিয়ে আমাদেরকে যথেষ্ট হত্যা করেছি আমরা। আমরা প্রকৃতির সঙ্গে টয়লেটের মতো আচরণ করছি- এটাও যথেষ্ট হয়েছে। জ্বালানো, ড্রিলিং এবং খনিতে যথেষ্ট খননের ফলে আমাদের পথ গভীরতর হয়েছে। আমরা নিজেরাই আমাদের কবর খুঁড়ছি।