ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি ফোনে আড়িপাতা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, আমাদের ফোনে মোদিজী অস্ত্র ঢুকিয়েছেন।
তিনি আজ (বুধবার) দিল্লিতে বিরোধী নেতাদের সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। ইহুদিবাদী ইসরাইলি পেগাসাস স্পাইওয়্যারের বিষয়ে আজ সকালে নিজেদের মধ্যে আলোচনায় বসেছিল কংগ্রেস, আম আদমি পার্টি (আপ), সিপিআই, সিপিএম, শিবসেনাসহ ১৪টি বিরোধী দল। এরপরে দুপুরে এক সাংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একইসঙ্গে তিনি ফোনে আড়ি পাতা নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকেই অভিযোগের আঙুল তোলেন।
রাহুল গান্ধী আজ বলেন, ‘সমস্ত বিরোধী দলের প্রতিনিধিরা এখানে উপস্থিত আছেন। সংসদে আমাদের কণ্ঠরোধ করা হচ্ছে। আমরা শুধু জানতে চাচ্ছি, ভারত সরকার সত্যিই ‘পেগাসাস’ কিনেছিল কি না? হ্যাঁ অথবা না। ভারত সরকার নিজ জনগণের উপরে ‘পেগাসাস’ অস্ত্র ব্যবহার করেছে কি না? হ্যাঁ অথবা না। আমরা কেবল এটা জানতে চাই।’
পেগাসাসের মাধ্যমে বিরোধীদের ফোনে আড়ি পাতা নিয়ে রাহুল গান্ধী বলেন, ‘আমি আপনাদের কাছে জানতে চাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের ফোনে একটি অস্ত্র ঢুকিয়েছেন। আমার বিরুদ্ধেও ওই অস্ত্র ব্যবহার করা হয়েছে। সুপ্রিম কোর্ট, বিরোধী নেতাদের, সাংবাদিক, সমাজকর্মীদের বিরুদ্ধে ওই অস্ত্রের প্রয়োগ হয়েছে। এই বিষয়টি নিয়ে সংসদে কেন আলোচনা হবে না?’
তিনি বলেন, ‘সরকার আমাদের স্পষ্ট জানিয়েছে পেগাসাস ইস্যুতে সংসদে কোনও আলোচনা হবে না। ওই অস্ত্র ভারতবাসীর বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, সেটি সন্ত্রাসীদের বিরুদ্ধে, দেশদ্রোহীদের বিরুদ্ধে ব্যবহার করা উচিত। আমরা নরেন্দ্র মোদি, অমিত শাহের উদ্দেশ্যে বলতে চাই যে, ওই অস্ত্রকে ভারতীয় গণতান্ত্রিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন ব্যবহার করেছেন?’
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী, দেশের গুরুত্বপূর্ণ বিরোধী নেতা-নেত্রী, সাংবাদিক, বিচারপতি, সেনাকর্তা, গোয়েন্দাকর্তা, সমাজকর্মীদের ফোনে আড়ি পাতার অভিযোগে ইতোমধ্যেই কার্যত উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। সংসদের চলতি বর্ষাকালীন অধিবেশনও ওই ইস্যুতে বিরোধীদের প্রতিবাদ বিক্ষোভের জেরে বারবার বিঘ্নিত হচ্ছে। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অবশ্য ফোনে আড়ি পাতা কাণ্ডের বিষয়ে সরকারের কোনও সম্পর্ক নেই বলে সাফাই দিয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।