কারাবাখ বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে সোমবার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ যুদ্ধে শহিদদের প্রতি সম্মান এবং দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন কারাবাখের শুশা অঞ্চলে জিদির দুজু এলাকায় বিজয়ের বর্ষপূর্তি অনুষ্ঠানে যুদ্ধে শহিদদের স্মরণে তিনি এক মিনিট নীরবতা পালন করেন।

খবর আনাদোলুর। এ সময় তিনি শহিদদের জন্য প্রার্থনা করে বলেন, আল্লাহ যেন তাদের সবাইকে জান্নাতবাসী করেন। এ উপলক্ষ্যে সোমবার আজারবাইজানে সরকারি ছুটি ঘোষণা করা হয়।

দেশবাসী বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে কারাবাখে তাদের বিজয় দিবসটি উদযাপন করে।

ছয় সপ্তাহের যুদ্ধে প্রতিবেশী আর্মেনিয়াকে ২০২০ সালের ৮ নভেম্বর পরাজিত করে ৩০ বছর পর কারাবাখ অঞ্চলটির নিয়ন্ত্রণ গ্রহণ করে আজারবাইজান।