![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/03/f67707fc-0b45-413b-a56a-308d5ff2f795_wl.jpg)
প্রেসিডেন্ট জেলেনস্কি
প্রেসিডেন্ট জেলেনস্কি
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ১৮ তম দিন চলছে আজ। গতকাল শনিবার (১২ মার্চ) প্রথমবারের মতো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধের প্রথম ১৭ দিনে তার দেশের অন্তত ১,৩০০ সেনা নিহত হয়েছে।
এছাড়া রাশিয়ার ৫০০ সেনা ইউক্রেন সেনাবাহিনীর কাছে আত্মসপর্ণ করেছে বলে দাবি জেলেনস্কির। শনিবার কিয়েভে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন তিনি। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, নিহতের এই সংখ্যা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে শুক্রবার পাশ্চাত্যের কয়েকট সূত্র জানিয়েছে, তারা ধারণা করছেন একই সময়ে রাশিয়ার প্রায় ছয় হাজার সেনা নিহত হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেছে রাশিয়ান সেনাবাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনের ওপর হামলা চালানো হচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।