ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথের কাছে একটি বিস্ফোরণে কমপক্ষে ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে ঘটনাটি হামলা কি না, তা স্পষ্ট নয়।

গতকাল শনিবার এই বিস্ফোরণ ও প্রাণহানির ঘটনা ঘটে। তবে এটি পরিকল্পিত হামলা কি না, তাৎক্ষণিকভাবে সেটি নিশ্চিত হওয়া যায়নি। এডেন আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, শনিবার বিমানবন্দরের বাইরের প্রবেশদ্বারের কাছে একটি ছোট ট্রাক বিস্ফোরিত হয়।

নিরাপত্তা সূত্রগুলো বলছে, বিস্ফোরিত হওয়া ট্রাকটি পেট্রলজাত পণ্য পরিবহণ করছিল। তবে ঘটনা যেটিই হোক, শনিবারের এই বিস্ফোরণটি ছিল খুবই শক্তিশালী। বিস্ফোরণের শব্দ পুরো এডেন শহরজুড়ে শোনা যায়। এ ছাড়া বিস্ফোরণের কারণে আশপাশের বাড়ি-ঘরের জানালাগুলো ভেঙে যায়।