মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের বিরুদ্ধে ‘জাতীয় জরুরি অবস্থা’র মেয়াদ আরও এক বছরের জন্য নবায়ন করেছেন। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউজ বাইডেনের বিবৃতিটি প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে-ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখনও স্বাভাবিক হয়নি।
এ কারণেই ১৯৭৯ সালের ১৪ নভেম্বরে ইরানের বিরুদ্ধে জারিকৃত ওই জরুরি অবস্থা আগামী ১৪ নভেম্বরের পর আগের মতোই অব্যাহত থাকবে। ইরানের বিরুদ্ধে জরুরি অবস্থা নবায়ন করে বাইডেন প্রশাসন প্রমাণ করেছে ইরান ইস্যুতে আমেরিকার নীতিতে মূলত কোনোরকম পরিবর্তন হয়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।