ইরানের স্বার্থ রক্ষার খাতিরে আমরা কোনো ভাবেই পিছু হটব না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেন, আমরা পরমাণু ইস্যুতে আলোচনার টেবিল ছাড়ব না।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, পরমাণু চুক্তি নিয়ে ছয় বিশ্ব শক্তির সঙ্গে আলোচনায় বসছে ইরান। চলতি বছরের ২৯ নভেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এ বৈঠক হবে।
স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস জানিয়েছে, ভিয়েনায় বৈঠকে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশনের (জেসিপিওএ) যৌথ কমিশন অংশ নেবে।
আলোচনায় সভাপতিত্ব করবেন ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের পক্ষে এনরিক মোরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।