লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের এক ঘনিষ্ঠ সহযোগী ব্যক্তিগত বিমানে করে ইহুদিবাদী ইসরাইল সফরে গেছেন। তাকে বহনকারী পি-৪ আরএমএ বিমানটি সংযুক্ত আরব আমিরাত থেকে সোমবার তেলআবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করেছে। খবর লিবিয়া অবজারবারের। ইসরাইলের এক সাংবাদিক টুইটার পোস্টে জানিয়েছেন,

বিমানটি কতক্ষণ ইসরাইলে অবস্থান করবে অথবা বিমানের ভেতর কে আছেন তা পরিষ্কার নয়। ইসরাইলের এ সাংবাদিক আরও জানান, বিমানটি পরে ইসরাইল থেকে মিসরের দিকে যাবে। খলিফা হাফতারের প্রতি রাশিয়া, মিসর, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স,

সৌদি আরব এবং জর্দানের সমর্থন রয়েছে। ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য লিবিয়ার ওপর চাপ সৃষ্টি করছে সংযুক্ত আরব আমিরাত। কিছু দিন আগে খলিফা হাফতার ঘোষণা করেছেন, তিনি চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।‎