উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে ভারতের কাশ্মীরের এক ছাত্রী। শ্রীনগরের এলাহীবাগ সৌরার বাসিন্দার এই ছাত্রীটির নাম আরুসা পারভেজ। জানা গেছে, জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড বোর্ড অব স্কুল এডুকেশনের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় শীর্ষস্থান দখল করে আরুসা পারভেজ। হিজাব না পরায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছাত্রীকে ট্রোলের শিকার হতে হয়েছে।
আরুসা পারভেজের এ সাফল্য সবার নজরে এসে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন মন্তব্যের শিকার হয়েছেন আরুসা। আরুসাকে নির্লজ্জ বলে গালাগাল করে তার শিরশ্চেদের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।