পশ্চিমতীরের নাবলুস শহরে এক অনুষ্ঠানের মাধ্যমে ১০৬ বছর আগের উসমানি খেলাফতের এক সেনার গচ্ছিত আমানত ফেরত দিল ফিলিস্তিনের একটি পরিবার।

গত বৃহস্পতিবার রাঘেব হেলমি আল-আলাউফের পরিবার তুরস্কের কনসুল জেনারেল আহমেত রিজা ডেমিরের কাছে সুলতান সুলেইমানের আমলের এ টাকা ফেরত দেয়। খবর আরব নিউজের।

আল-আলাউফের প্রপিতামহ মুতি ছিলেন অটোমান সাম্রাজের একজন যোদ্ধা। প্রথম বিশ্বযুদ্ধের সময় তার প্রপিতামহের এক সহযোদ্ধা ১৫২ অটোমান লিরা (৩০ হাজার মার্কিন ডলারের সমপরিমান) তাদের পারিবারের কাছে গচ্ছিত রেখে যান। সেই থেকে এ টাকাগুলো একটি লোহার সিন্দুকে সযত্নে রেখে দিয়েছিলেন ওই পরিবার।

টাকা ফিরত দেওয়ার অনুষ্ঠানে রাঘেব হেলমি আল-আলাউফ বলেছেন, তুর্কি সেনার এ আমানতের ব্যাপারে তার প্রয়াত দাদা তার বাবাকে বলে গিয়েছিলেন। তার বাবা তাদের বলে গেছেন। অবশেষে ১০৬ বছর পর তারা এ আমানত তুর্কি সরকারের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেন।