মনোরম পরিবেশ, আদিম সমুদ্রসৈকত ও ক্রান্তীয় প্রবাল প্রাচীর ও সাদা বালুর দেশ হিসেবে পর্যটকদের কাছে আকর্ষণীয় এক ভ্রমণের জায়গা মালদ্বীপ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দ্রুত ব্যবস্থা না নিলে এক শতকের মধ্যে অদৃশ্য হয়ে যেতে পারে ১২০০ দ্বীপের এ দেশটি। এর ১৮৯ দ্বীপে প্রায় সাড়ে পাঁচ লোকের বসবাস।
বিশ্বের সবচেয়ে নিচু এই দেশটি জলবায়ু পরিবর্তনের ঝুঁকির প্রথম সারিতে অবস্থান করছে। কপ২৬ সম্মেলনে বিশ্বনেতাদের বক্তব্যের প্রথম দিন সোমবার আবেগঘন কণ্ঠে সেই অসহায়ত্বই প্রকাশ করেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ। বলেন, ‘একটা একটা করে আমাদের সবগুলো দ্বীপ খেয়ে ফেলছে সমুদ্র।
এখনই পদক্ষেপ না নিলে এই শতকের শেষ দিকেই হারিয়ে যাবে মালদ্বীপ।’ এর ঠিক দুদিন আগেই মালদ্বীপের পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তিমন্ত্রী আমিনাথ শওনা বলেন, ‘আমাদের আশাবাদী হওয়া ছাড়া বিকল্প নেই। আমরা আশা করছি, বিশ্ব ঐক্যবদ্ধ হবে এবং পদক্ষেপ নেবে।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।