সম্প্রতি বিয়ের আসরে কনের ঘুমিয়ে পড়া একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কনেরই কোনো বন্ধু তার অগোচরে মজাচ্ছলে এ দৃশ্যটির ভিডিও করেছেন। বিয়ের রীতিনীতি পালনে যে দীর্ঘ সময় ব্যয় হয় এবং তাতে ক্লান্তি আসাটা যে স্বাভাবিক,
এই দৃশ্যের মধ্যে দিয়েও সেটিই তুলে ধরতে চেয়েছেন তিনি। ভিডিওটি ভারতের কোনো একটি বিয়ের অনুষ্ঠানের হলেও আনন্দবাজার পত্রিকার খবরে এ বিষয়ে বিস্তারিত বলা হয়নি। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘সকাল সাড়ে ৬টা। এখনও বিয়ের অনুষ্ঠান বাকি।
ঘুমিয়েই পড়লেন কনে!’ বিয়ের আসরে কনের ঘুমিয়ে পড়ার দৃশ্য সচরাচর দেখা যায় না। কিন্তু এই তরুণীর ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনদের অনেকে বলেছেন, ‘অসাধারণ একটি দৃশ্য দেখলাম।’ কেউ আবার কনের উদ্দেশে লিখেছেন, ‘দারুণ লাগছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।