আরিফ বিল্লাহ জামিল,সৌদি আরব প্রতিনিধি
স্বাস্থ্যবিধি শিথিল, পবিত্র কাবা প্রাঙ্গণে শতভাগ মুসোলীরা
করোনা সংক্রমণ কমে যাওয়ায় ফের স্বাস্থ্যবিধি শিথিল করেছে সৌদি আরব। ফলে পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববি প্রাঙ্গণ থেকে তুলে নেওয়া হয় সামাজিক দূরত্বের সীমারেখা। করোনাপূর্ব সময়ের মতো স্বাভাবিকভাবে নামাজ, ওমরাহ ও জিয়ারতের সুযোগ পাবেন মুসল্লিরা। তবে টিকা নেওয়াসহ নির্দিষ্ট অ্যাপে তাদের ইমিউন বা করোনামুক্ত থাকার চিহ্ন থাকতে হবে।
গতকাল শনিবার সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধানসহ করোনাবিধি শিথিলের কথা জানায় সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদসহ সব মসজিদে সামাজিক দূরত্বের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। তবে মুসল্লিদের মসজিদে মাস্ক পরে থাকতে হবে। এ ছাড়া উন্মুক্ত বা আবদ্ধ স্থান, ইভেন্ট ও অনুষ্ঠানে সামাজিক দূরত্বের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উন্মুক্ত স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক না হলেও আবদ্ধ স্থানে মাস্ক পরতে হবে। বাইরের দেশ থেকে সৌদি আরবে আসার আগে পিসিআরে কভিড টেস্টও এখন আর আবশ্যক নয়। তবে ভিজিট আসার ক্ষেত্রে হেলথ ইনস্যুরেন্স করা বাধ্যতামূলক। যেন কভিডে আক্রান্ত হলে তার চিকিৎসা ব্যয় মেটানো যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদিতে প্রবেশের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বা হোম কোয়ারেন্টিনে থাকার নিয়ম বহাল থাকছে না। তা ছাড়া আফ্রিকার যেসব দেশ থেকে সরাসরি আসা-যাওয়া বন্ধ ছিল সেসব দেশ থেকে সরাসরি আসা-যাওয়া করা যাবে।
এর আগে আরেক নির্দেশনায় করোনা টিকার উভয় ডোজ নেওয়া মুসল্লিরা ওমরাহ পালন করতে পারবেন বলে জানিয়েছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। তা ছাড়া ‘ইতামারনা’ বা ‘তাওয়াক্কালনা’ অ্যাপের সাহায্যে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে আবেদন করতে হবে। পাঁচ বছর বয়সী শিশুরাও কাবা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি করোনাকালের দীর্ঘ ৩০ মাস পর সাত বছর বা এর বেশি বয়সী শিশুদের মসজিদুল হারাম ও মসজিদে নববিতে প্রবেশের অনুমোদন দেওয়া হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।