তীব্র ঝড় বৃষ্টি বিধ্বস্ত কানাডার ব্রিটিশ কলম্বিয়া রাজ্য । ভূমিধসে পুরোপুরি স্থবির হয়ে পড়েছে কানাডার এই পশ্চিম প্রান্তের জনজীবন। অচল হয়ে পড়েছে সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা, ধ্বংস হয়ে গিয়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। এখন পর্যন্ত ১ জন নারীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে আর নিখোঁজ রয়েছে দুজন।
প্রচণ্ড ঝড়ে হাজার হাজার মানুষ তাদের ঘর ছেড়েছে। রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানায়, ওই নারীর মরদেহ ভ্যাঙ্কুভার থেকে ২৫০ কিলোমিটার দূরে লিলুয়েট নামক জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। সড়কের মাটি ধসে তার মৃত্যু হয়েছে। পুলিশ বলছে,
ভূমিধসে কি পরিমাণ গাড়ি মাটির নিচে তলিয়ে গেছে তা এখনো নির্ধারণ করতে পারেনি উদ্ধারকর্মীরা। প্রত্যক্ষদর্শী মোটরচালক ক্যাথি রেনি বলেছেন, ‘আমি দেখলাম সবকিছু ভেসে যাচ্ছে, আমার দেখা সবচেয়ে ভয়ংকর পরিস্থিতি ছিলো।’ প্রাদেশিক পরিবহণ মন্ত্রী রব ফ্লেমিং এক সংবাদ সম্মেলনে বলেছেন যে এটি “এক শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ঝড়।”
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।