ইউক্রেনে রুশ বাহিনীর আক্রমণের ষষ্ট দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে ৪০ মাইল দীর্ঘ রাশিয়ার একটি সামরিক গাড়ি বহর দেখা গেছে। ম্যাক্সার টেকনোলজিস নামের একটি কোম্পানি বরাত দিয়ে বিবিসি জানায়, আগে মনে হয়েছিল, বহরটি ১৭ মাইল লম্বা।

কিন্তু সর্বশেষ স্যাটেলাইট ছবি দেখে বোঝা যাচ্ছে, বহরটি এর চেয়ে অনেক বড়। এদিকে, ম্যাক্সার সোমবার (২৮ ফেব্রুয়ারি) সিএনএনকে জানিয়েছিল, বহরে সাজোয়া যান, ট্যাঙ্ক, টাওড গোলন্দাজ ও অন্যান্য লজিস্টিক যান রয়েছে।

মহাকাশ প্রযুক্তি সংস্থা ম্যাক্সারের তথ্য বলছে, রাশিয়ার বাহিনীর এই বিশাল বহর ইভানকিভ শহরের পি-০২-০২ রোডে দেখা গেছে। রাজধানী কিয়েভ থেকে শহরটি ৪০ মাইল (৬০ কিলোমিটার) দূরে অবস্থিত।

 

কলমকথা/সাথী