![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/02/46e62a48-f192-4b5d-a63f-e366f0f7d5dc_nn.jpg)
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত
এ যেন ১৯৮৯ সালে চীনের তিয়ানমেন স্কয়ারে খালি হাতে ট্যাংক আটকে দেয়া সেই হিরোর আগমন। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ট্যাংক বহরের সামনে অসীম সাহসে দাঁড়িয়ে যান এক ইউক্রেনীয় ব্যক্তি। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) হামলার দ্বিতীয় দিন এ ঘটনা ঘটে। মুহূর্তেই সেই ভিডিওটি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।
ভিডিওতে দেখা যায়, সারিবদ্ধভাবে চলা ট্যাংকের সামনে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। এ সময় একটি ট্যাংকটি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই ব্যক্তিও ট্যাংকটি পেছনে ঠেলে দেয়ার ব্যর্থ চেষ্টা করছেন। এভাবে তিনি মূলত ট্যাংক বহরকে থামানোর চেষ্টা করেছেন বলে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম গর্ডিয়ান। ভিডিওটি শেয়ার করে ইউক্রেনের সংবাদমাধ্যম এইচবি টুইট করেছে, ইউক্রেইনীয় ব্যক্তি ট্যাংক বহরের দিকে ছুটছেন, যেন দখলদাররা পার না হতে পারে।
এর আগে চীনে ১৯৮৯ সালে হাজার হাজার শিক্ষার্থী চীনের রাজধানী বেইজিংয়ের তিয়েনমেন স্কয়ারে জড়ো হয়ে কয়েক সপ্তাহ ধরে যখন বিক্ষোভ করেছিল, ওই বিক্ষোভ দমনে ট্যাংক নামিয়েছিল চীনের সরকার।
ওই সময় বাজারের একটি ব্যাগ হাতে চলন্ত ট্যাঙ্কের সামনে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি। ইতিহাসে নাম লেখানো অজ্ঞাত সেই ব্যক্তির ওই ব্যক্তিকে ‘ট্যাংক ম্যান’ উপাধি দেয়া হয়। ওই ছবি টাইম ম্যাগাজিনের সর্বকালের ১০০টি প্রভাবশালীর ছবির জায়গাও দখল করে নেয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।