ঘনিষ্ঠ মুহূর্তে ৪০ বছর বয়সী এক ব্যক্তির গোপনাঙ্গই ভেঙে গেলো। এমন ঘটনায় হতভম্ব চিকিৎসকরাও। সম্প্রতি ব্রিটেনে ঘটেছে এ ঘটনা।

যৌনাঙ্গে এবং মলদ্বারের মধ্যবর্তী অংশ পেরিনিয়ামে ভয়ঙ্কর আঘাত কার্যত বিরল। ব্রিটিশ মেডিকেল জার্নালে এ জাতীয় প্রথম ঘটনাটি প্রকাশিত হয়েছিল। ইউরোলজিস্টরা বলেছেন, যে রোগীর আঘাতটি খুব সম্ভবত বিরল ঘটনা।

বিএমজে-তে প্রকাশিত কেস রিপোর্ট অনুসারে, রোগী একটি উল্লম্ব পিনাইল ফ্র্যাকচারের শিকার হয়েছেন। তবে ক্লাসিক পিনাইল ফ্র্যাকচারের য লক্ষণগুলো সাধারণত দেখা যায় তা এক্ষেত্রে ছিল না।

চিকিৎসকরা জানিয়েছেন, ৪০-এর ব্যক্তির যৌনাঙ্গে বেশ কিছু ক্ষতের সৃষ্টি হয়েছে এবং ফুলে উঠেছে বাইরের কোষ ও আবরণী। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, ওই ব্যক্তি অস্ত্রোপচারের পর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। আপাতত শারীরিক কোনও সমস্যা নেই। ছয় মাসের মধ্যে তিনি যৌন কার্যকলাপ পুনরায় শুরু করতে সক্ষম হবে বলেও জানান হয়েছে।