জাতীয় নিরাপত্তা বিবেচনায় জাতিসংঘে নিযুক্ত ১২ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) জাতিসংঘে নিযুক্ত মার্কিন মুখপাত্র রাশিয়ার মিশনের সদস্যদের যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে।
বিবিসি ও সিবিএসের খবরে এ তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের সহকারী রাষ্ট্রদূত রিচার্ড মিলস জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলকে বলেছেন, তারা যুক্তরাষ্ট্রে এমন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, যা কূটনীতিক হিসেবে তাদের দায়িত্বতের মধ্যে পড়ে না।
এ কারণেই তাদের দেশ ছাড়তে বলা হয়েছে। রাশিয়ার জাতিসংঘ দূত ভাসিলি নেবেনজিয়া সংবাদ সংস্থা রয়টার্সকে বিষয়টি জানান।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।