জার্মানিতে হঠাৎ করেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। একই সাথে বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছেন ৩৩ হাজারেরও বেশি মানুষ।
হঠাৎ সংক্রমণের উচ্চ মাত্রার হারে দিশেহারা দেশটির জনগণ। সংক্রমণের হার দেখে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যাভারিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মারকুস সোয়েদার।
তিনি বলেন, বৃদ্ধদের বাড়িতে গিয়ে বাধ্যতামূলক পরীক্ষার চেয়েও আরও বেশি কিছু করা দরকার। বিনামূল্যে করোনা পরীক্ষা, টিকাদান কেন্দ্রগুলো সচল করা ও কৌশলগুলো বাস্তবায়নে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।