ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার টম কারান পিঠের চোটের কারণে অন্তত পাঁচ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। আগামী আইপিএল ও কাউন্টি মৌসুমের প্রথম দিকে খেলতে পারবেন না তিনি। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের হয়ে চার ম্যাচ খেলে পিঠের সমস্যায় মাঠ থেকে ছিটকে যান কারান।
লন্ডনে ফেরার পর স্ক্যানে তার ‘স্ট্রেস ফ্র্যাকচার’ ধরা পড়েছে। কারানের কাউন্টি দল সারে বিবৃতি দিয়ে চোটের বিষয়টি নিশ্চিত করে জানায়, তাদের চিকিৎসক দলের পরামর্শ মেনে মাঠে ফেরার চেষ্টা চালিয়ে যাবেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে আইপিএলে নিয়মিত মুখ কারান। খেলেছেন কলকাতার নাইট রাইডার্স, রাজস্থান রয়্যাল ও দিল্লি ক্যাপিটালসের হয়ে। কিন্তু চোট এবারের আসর থেকে ছিটকে দিল তাকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।