ভারতের রাজধানী দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস-এ (এইমস) ভয়াবহ আগুন লেগেছে। বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এছাড়া আগুনে হতাহতের ঘটনা ঘটেছে কিনা, তা এখনও নিশ্চিত নয়।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রাত সাড়ে ১০টার দিকে দিল্লি এইমসে হঠাৎ আগুন লাগে। দ্রুতগতিতে আগুন ছড়িয়ে পড়ায় ঘটনাস্থল থেকে ব্যাপক ধোঁয়া বের হতে থাকে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট।
এইমসের যে ভবনে আগুন লেগেছে তার নবম তলা একটি বহুমুখী গবেষণাগার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
সেখানে একটি অডিটোরিয়াম আছে, শিক্ষানবিশ চিকিৎসকদের ক্লাসও নেওয়া হয়।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, শর্ট সার্কিট থেকেই আগুনের ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হবে।